ডিজিটাল ডেস্ক: স্মার্টফোন (smartphone) আমাদের সর্বক্ষণের সঙ্গী। যেখানেই যাই না কেন, স্মার্টফোন ছাড়া আমাদের চলে না। প্রতিদিন অনেকটা সময় ব্যবহার করার ফলে খুব স্বাভাবিকভাবে এটিতে ধুলো, ময়লা জমা হয়। দীর্ঘ সময় ধুলো জমার ফলে সবথেকে বেশি সমস্যা হয় স্পিকারে (speaker)। মেরামতের জন্য দোকানে যাওয়ার আগে, বাড়িতেই কয়েকটি দুর্দান্ত উপায়ে পরিষ্কারের চেষ্টা করে দেখতে পারেন।
১. কটন বাডস – কটন বাডস (Cotton Buds) রাবিং অ্যালকোহলে (rubbing alcohol) ভিজিয়ে ফোনের স্পিকারের জায়গা মুছুন। তবে খেয়াল রাখতে হবে অ্যালকোহল কোনোভাবেই যেন ফোনের ভিতরে না চলে যায়।
২. টুথব্রাশ – একটি মাঝারি ব্রিসল টুথব্রাশ (Toothbrush) ব্যবহার করে ছোট স্পিকার গ্রিলগুলি পরিষ্কার করুন।
৩. স্টিকি টেপ বা সেলো টেপ – ফোনের স্পিকার গ্রিলের ভিতরে টেপ (Sticky Tape) আটকে দিন, তারপর আলতো করে টেপটি সরিয়ে ফেলুন। টেপের সাথে সমস্ত ধূলিকণা খুব সহজেই বেরিয়ে আসবে।
৪. টুথপিক – কাঠের বা প্লাস্টিকের টুথপিকের (Toothpick) মতো একটি সূক্ষ্ম বস্তু, স্পিকারের গর্তে আটকে থাকা ময়লা সহজেই বের করে দেয়।
৫. এয়ার ব্লোয়ার – ব্রাশ ব্যবহার করার পরে একটি এয়ার ব্লোয়ার (Air Blower) ব্যবহার করলে বাকি ময়লা খুব সহজেই বেরিয়ে আসে।