বর্ধমান ২৬ অক্টোবরঃ টাকা ভর্তি ব্যাগ কুড়িয়ে পেয়ে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিলেন, গুসকরা পৌরসভার অস্থায়ী সাফাই কর্মী গৌরীশংকর সাউ। টাকা ও সব গুরুত্বপূর্ণ নথিপত্র সহ নিজের ব্যাগ ফিরত পেয়ে ব্যবসায়ী সমরেন্দ্র সামন্ত কৃতজ্ঞতা জানান তাঁকে।
গুসকরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব্বসা পল্লীর বাসিন্দা দরিদ্র সাফাই কর্মী গৌরীশংকর বিকালে ভ্যানে করে চানাচুরও বিক্রি করেন । শুক্রবার রাতে চানাচুর বিক্রি করে বাড়ি ফেরার সময় গুসকরা বাসষ্ট্যাণ্ডের সামনে রাস্তায় তিনি একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগটি কুড়িয়ে নিয়ে গৌরীশংকর বাবু একটি দোকানদারকে দেখান । সেখানে ব্যাগ খোলা হলে দেখা যায় ব্যাগের ভিতরে রয়েছে ৫০০ এবং ১০০ টাকার বেশ কয়েকটি বাণ্ডিল ও ব্যাঙ্কের বেশকিছু নথিপত্র।সেই নথিপত্র থেকে জানাযায় ব্যাগের মালিককের নাম। এদিকে খোয়া যাওয়া ব্যাগের সন্ধান পেতেই সেখানে এসে পৌঁছান গুসকরা পুরসভার কলেজ মোড় এলাকা নিবাসী ব্যবসায়ী সমরেন্দ্র সামন্ত। সর্বসমক্ষে টাকা ও নথিপত্র ভর্তি ব্যাগ সমরেন্দ্র সামন্তর হাতে তুলে দেন গৌরিশঽকর বাবু। খোয়া যাওয়া টাকা ভর্তি ব্যাগ ফেরত পেয়ে স্বস্তি ফেরে সমরেন্দ্র বাবুর। তিনি বলেন, ‘সৎ মানুষ যে এখনও রয়েছে তা প্রমান করে দিলেন এই দরিদ্র সাফাই কর্মী।