দিনহাটা: চিটফান্ড এজেন্টের মালিকানাধীন জমি দখলমুক্ত করতে এসে গ্রাহকদের হাতে মার খেলেন চিটফান্ড এজেন্টের ঘনিষ্ঠরা। ভাঙচুর করা হয়েছে তিনটি মোটরবাইক। শনিবার ঘটনাটি ঘটেছে দিনহাটা (Dinhata) থানার ওকরাবাড়ি হাজিরবাজার এলাকায়। ঘটনায় এজেন্ট ঘনিষ্ঠ ৩ জন গুরুতর জখম হয়েছেন। বর্তমানে প্রত্যেকেই দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। থানার এক আধিকারিক জানিয়েছেন, ওকড়াবাড়িতে গন্ডগোল হয়েছে। পুলিশ সেখানে গিয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওকড়াবাড়ি হাজিরবাজার এলাকার বাসিন্দারা এক এজেন্টের মাধ্যমে চিটফান্ড সংস্থায় টাকা রেখেছিলেন। সম্প্রতি সেই টাকা ফেরতের দাবি করলেও টাকা ফেরত দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এনিয়ে গ্রামে একাধিকবার সালিশি সভাও বসে। টাকা না পেয়ে কিছুদিন আগে গ্রাহকরা ওই চিটফান্ড এজেন্টের জমি দখল করে দোকান তৈরি করেন বলে অভিযোগ। এদিন সেই দোকানপাট সরাতে গেলে গ্রাহকদের হাতেই মার খান চিটফান্ড এজেন্টের ঘনিষ্ঠরা।
চিটফান্ড সংস্থার এজেন্ট সেকেন্দার আলি বলেন, ‘গ্রামের কিছু লোক অর্থলগ্নি সংস্থায় বিনিয়োগ করেছেন। তাঁদের বৈধ কাগজ দেওয়া হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চলায় টাকা ফেরত দেওয়া যাচ্ছে না। তাঁদেরই একাংশ আমার জমিতে অবৈধভাবে দোকান তুলেছিলেন। এদিন সরাতে গেলে তাঁরা মারধর করেছেন।‘ অপরদিকে, আরজিনা বিবি নাম এক গ্রাহক বলেন, ‘আমরা ওই এজেন্টের মাধ্যমে চিটফান্ডে টাকা রেখেছিলাম। সেই টাকা ফেরত দিচ্ছেন না তিনি। এদিন ওঁরা এসে আমাদের দোকান ভাঙচুর করতে গেলে উত্তেজনা ছড়ায়।‘ দিনহাটা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।