কোচবিহার, ১৯ নভেম্বরঃ কনভয় থামিয়ে পাট্টাহীন বাসিন্দাদের কাছ থেকে স্মারকলিপি নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সার্কিট হাউজ থেকে কোচবিহার স্টেডিয়ামে যাওয়ার পথে সুনীতি রোডে লিচুতলার সামনে মিনিট খানেক ধরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, বহু বছর ধরে ওই এলাকায় বাস করছে প্রায় ৬০টি পরিবার। তাদের জমির পাট্টা নেই বলে অভিযোগ। গত বছর যখন মুখ্যমন্ত্রী কোচবিহারে এসেছিলেন তখন তাদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। সেই সময় মুখ্যমন্ত্রী পাট্টা দেওয়ার আশ্বাস দিলেও বছর পেরিয়ে যাওয়ায় এখনও কোনো কাজ হয়নি। তাই এদিন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান বাসিন্দারা। মুখ্যমন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে দাবি বাসিন্দাদের।
- Advertisement -