কলকাতা: ‘করোনা যুদ্ধ’র পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার বিকেলে বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাস্তা ঘুরে মুখ্যমন্ত্রী যান, বেলেঘাটা আইডি হাসপাতালে। সেখানে তিনি হাসপাতাল সুপারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন ও তাঁকে প্রয়োজনীয় উপদেশ দেন। বেলেঘাটা আইডির সুপার তাঁকে জানান, এখনও পর্যন্ত সেখানে ৯২জন এর লালারসের পরীক্ষা করা হয়েছে। এছাড়া হাসপাতালে এখনও ভর্তি রয়েছেন করোনা আক্রান্ত ৯জন রোগী।
এর পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন যান উত্তর কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে। আরজিকর হাসপাতালে গিয়ে তিনি সেখানকার চিকিৎসকদের সঙ্গে হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করে। এরপর মুখ্যমন্ত্রী কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল, নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে, এসএসকেএম সহ দক্ষিণ কলকাতার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন। খতিয়ে দেখেন সেখানকার ব্যবস্থা। সুপারদের সঙ্গে কথা বলেন তিনি। মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারও দেওয়া হয়। কলকাতা মেডিকেলে করোনা রোগীদের রাখার জন্য একটা বড় অংশকে খালি রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। রাজারহাটে কোয়ারান্টিন সেন্টারে থাকা মানুষজদের সঙ্গে কথা বলে সেখানে কর্মরত স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের সঙ্গে কথা বললার পাশাপাশি তাঁদের হ্যান্ড স্যানিটাইজার ও মাক্স দেওয়া হয়।
প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রী নবান্নে জানান, লকডাউন এর পর রাজ্যের বিশেষ করে কলকাতা বিভিন্ন অঞ্চলে কী অবস্থা তা খতিয়ে দেখার জন্য সারপ্রাইজ ভিজিটে বেরোবেন। সেই সারপ্রাইজ ভিজিটে বেরিয়েই এদিন বিভিন্ন হাসপাতালে যান তিনি।