কলকাতাঃ এবার রাজ্যজুড়ে লকডাউন ঘোষণা করলেন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেল ৫টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে ২২ মার্চ রাজ্যের ২৩টি জেলার কিছু এলাকায় লকডাউন জারি করা হয়েছিল। এবার পরিস্থিতি বিবেচনা করে গোটা রাজ্যে লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার। যা ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
করোনা আবহে রাজ্যের অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য নতুন প্রকল্প আনল রাজ্য। এদিন বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রী জানান, ‘প্রচেষ্টা’ প্রকল্পে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের মাসে এক হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য। অন্যদিকে, লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে মহানগরীর রাস্তায় সারপ্রাইজ ভিজিটে বের হন মুখ্যমন্ত্রী। আরজিকর, মেডিকেল, এনআরএসে গিয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলেন তিনি। সঙ্গে ছিলেন পুলিশ কমিশনার অনুজ শর্মা।
সোমবার বিকেল ৫টার পর লকডাউন শুরু হলেও রাজ্যের একাধিক জায়গায় মানুষের জটলা দেখা যায়। এই পরিস্থিতি শক্তহাতে মোকাবিলা করতে নানা জায়গায় পুলিশ ধরপাকড়ও চালায়। গতরাত পর্যন্ত শুধু কলকাতাতেই ২৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে করোনা মোকাবিলায় আরও কড়া পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী।