ডিজিটাল ডেস্কঃ দীর্ঘদিন ধরে
কয়লা (Coal) পাচার নিয়ে ব্যাপক চাপানউতোর চলছে রাজ্য জুড়ে। কার্যত কয়লা পাচার নিয়ে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কয়লা পাচার চক্রে নাম জড়িয়েছে রাজ্যের শাসকদলের একাধিক হেভিওয়েটের। কিন্তু তা সত্ত্বেও বন্ধ হচ্ছে না এই কয়লা পাচার। আর এবার কয়লা পাচার আটকাতে গিয়ে পাচারকারীদের হাতেই আক্রান্ত হলেন সিআইএসএফ জওয়ান। সূত্রের খবর, সোমবার রাত একটা নাগাদ হলদিয়া বন্দরের ভেতর থেকে একটি কয়লা বোঝাই ট্রেন যাচ্ছিল।
সেই সময় ট্রেনের দুটি ওয়াগণ খোলা রয়েছে দেখা যায়। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দুই দুষ্কৃতি পাচার করছিল কয়লা। বিষয়টি সিআইএসএফ জওয়ানরা টের পান এবং তারা দুষ্কৃতিদের ধরে ফেলেন। ধৃত দুষ্কৃতিদের যখন রানিচক নিয়ে আসা হয়, সেই সময় বাইরে থেকে আরও ৩০ থেকে ৪০ জন দুষ্কৃতী জড়ো হয়, তাঁরা জওয়ানদের গাড়ি ঘিরে ফেলে তাতে পাথর বৃষ্টি শুরু করে। আর এই পাথরের আঘাতেই গুরুতর জখম হন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ও তাঁর ড্রাইভার।
ইতিমধ্যেই ৯ জনের নামে হলদিয়া থানায় এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে গুরুতর জখম সিআইএসএফ জওয়ানসহ তাঁর গাড়িচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, এই ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও জাহাজ মন্ত্রীকে চিঠি লিখবেন বলে জানা গিয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে সিআইএসএফ এবং পুলিশ একযোগে। তবে এখনও পর্যন্ত হামলাকারী দুষ্কৃতীরা কেউ গ্রেপ্তার হয়নি বলেই জানা যাচ্ছে। বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।