শিলিগুড়ি, ১৯ মার্চঃ করোনা আতঙ্কের জেরে পিছিয়ে গেল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলির তৃতীয় বর্ষের পরীক্ষা। আগামী ৭ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। করোনা আতঙ্কের জেরে বিভিন্ন কলেজের পড়ুয়ারা পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানান। সূত্রের খবর, ইতিমধ্যে পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। আগামী ১৫ এপ্রিলের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
করোনা আতঙ্কে ইতিমধ্যে স্থগিত হয়ে গিয়েছে আইসিএসই-আইএসসি বোর্ডের পরীক্ষা। পিছিয়ে দেওয়া হয়েছে সিবিএসই, ইউজিসি, এনআইওএস, এআইসিটিই সহ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাও।
স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকটি রাজ্য সরকারের তরফে কর্মীদের বাড়ি থেকে কাজ করারও পরামর্শ দেওয়া হয়েছে।