কলকাতা: কলকাতা পুলিশের আবাসনের ১১ তলা থেকে পড়ে মৃত্যু হল প্রেসিডেন্সির পড়ুয়ার। বুধবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সল্টলেকে। জানা গিয়েছে, ওই পড়ুয়ার নাম পার্থসারথি পাল। তিনি সল্টলেকের এ ই ব্লকের বাসিন্দা।
প্রতিবেশীদের দাবি, এদিন সকালে কিছু পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে তাঁরা ঘর থেকে বেরিয়ে ওই কলেজ পড়ুয়াকে আবাসনের নীচে পড়ে থাকতে দেখেন। এরপর তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তাঁর কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, এক তরুণীর সঙ্গে পরিচয় ছিল তাঁর। তা নিয়ে কোনও বিবাদ কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে পড়ুয়ার দাবি, খুন করা হয়েছে পার্থসারথিকে। তবে আত্মহত্যা না অন্য কোনও কারণ রয়েছে এর পেছনে, ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।
আরও পড়ুন : গলায় টিউমার, এসএসকেএমে ভর্তি মদন মিত্র