পুরাতন মালদা: মামাতো ভাইয়ের সঙ্গে স্নান করতে নেমে মহানন্দা নদীতে তলিয়ে গেল এক কলেজ ছাত্র। রবিবার দুপুরে পুরাতন মালদার (Old Malda) মঙ্গলবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রের নাম অমৃত পাল (২১), বাড়ি পুরাতন মালদা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের নতুনপল্লি এলাকায়। তিনি গৌড় মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। এদিন বহু খোঁজাখুঁজি করেও তাঁর কোনও হদিস মেলেনি। মালদা বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা মহানন্দা নদীতে স্পিডবোটে তল্লাশি চালাচ্ছেন। মালদা থানার পুলিশ বিষয়টির ওপর নজর রাখছেন।
আরও পড়ুন : বোমা উদ্ধার বৈষ্ণবনগরে, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড