বোল্ডার: ফের কোলোরাডোয় শুটআউটের ঘটনায় চাঞ্চল্য। কোলোরাডো সুপারমার্কেটে বন্দুকবাজদের গুলিতে বহু মানুষের মৃত্যু হয়েছে যার মধ্যে এক পুলিশকর্তাও রয়েছেন৷ সন্দেহভাজন ব্যক্তিকে কিং সুপার্স গ্রসারি থেকে আটক করা হয়েছে৷ যদিও তার শরীরেও ক্ষতচিহ্ন রয়েছে এবং আপাতত হাসপাতালে তার চিকিৎসা চলছে৷
ALERT: Active Shooter at the King Soopers on Table Mesa. AVOID THE AREA. PIO is en-route.
— Boulder Police Dept. (@boulderpolice) March 22, 2021
ঘটনার ঠিক আগেই বোল্ডার শহরের এই সুপারমার্কেট থেকে বেরিয়ে আসেন ডিন শিলার নামের এক ব্যক্তি৷ তিনি জানান, তিনি গুলির আওয়াজ শুনতে পান এবং দূর থেকে দেখেন, মার্কেটে উপস্থিত সকলেই মাথা নিচু করে রয়েছেন৷ পার্কিংয়ের জায়গায় দু’জন এবং দরজার সামনে একজন মাটিতে লুটিয়ে পড়েছে৷ তবে তাঁরা জীবিত ছিল না মৃত দূর থেকে তা বোঝা সম্ভব ছিল না৷