নয়াদিল্লি: ‘কৃষকরা নিজেই জানেন না, তাঁরা কি চান।’ দিল্লি সীমান্তে বিক্ষোভরত কৃষকদের উসকানি দেওয়া হচ্ছে। সেই কারণেই তাঁরা এসব করছে। এমনই মন্তব্য করলেন বিজেপি নেত্রী তথা মথুরার সাংসদ হেমা মালিনী। মন্তব্যের পরই বিতর্কে জড়ালেন বর্ষীয়ান বলিউড অভিনেত্রী।
মঙ্গলবারই শীর্ষ আদালতের রায় অনুযায়ী কৃষি আইনে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সেই রায়কে স্বাগত জানিয়েই হেমা মালিনী জানান, কৃষকরা জানেইনা তাঁরা কি চান। মনে হচ্ছে তাঁদের কেউ করতে বলেছে তাই তাঁরা করছে। এছাড়াও তিনি পঞ্জাবের জিও টাওয়ার ভাঙাকেও তীব্র নিন্দা জানিয়েছে। তবে, সুপ্রিম কোর্টের রায়ে খুশি হন নি কৃষকরা। তাঁরা দাবি করে জানান, কৃষি আইন সম্পূর্ণরূপে বাতিল না হলে এই আন্দোলোন জারি থাকবে।