নিউজ ব্যুরো: বার্মিংহাম কমনওয়েলথ গেমসে পুরুষদের টেবিল টেনিস সিঙ্গলসে সোনা জিতলেন ভারতের অচন্ত শরথ কমল। সোমবার ফাইনালে তিনি লিয়াম পিচফোর্ডকে ১১-১৩, ১১-৭, ১১-২, ১১-৬, ১১-৮ ব্যবধানে পরাজিত করেছেন। কমনওয়েলথ গেমসের(commonwealth games ) শেষদিনে একের পর এক সোনা এসেছে ভারতের ঝুলিতে।
বার্মিংহামে পুরুষদের ব্যাডমিন্টন ডাবলসে সোনা জিতেছেন ভারতের সাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি। সোমবার ফাইনালে তাঁরা ইংল্যান্ডের সিন ভেন্ডি এবং বেন লেনকে পরাজিত করেন।পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা জেতেন ভারতের লক্ষ্য সেন। রুদ্ধশ্বাস ফাইনালে তিনি মালয়েশিয়ার এনজি জে ইয়ংকে ১৯-২১, ২১-৯, ২১-১৬ গেমে পরাজিত করেছেন। অন্যদিকে, এদিন মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা জিতেছেন পিভি সিন্ধু।
আরও পড়ুনঃ Commonwealth Games 2022 | সিঙ্গলসের পর এবার ব্যাডমিন্টন ডাবলসেও সোনা ভারতের