উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের কমনওয়েলথ গেমসের আসরে ইতিহাস তৈরি করল ভারত (India)। লন বোলের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সোনা জিতল ভারতের মহিলা দল। প্রতিদ্বন্দ্বিকে ১৭-১০ পয়েন্টে হারিয়েছে তাঁরা। এই ইভেন্টে এর আগে কোনও দিন পদক আসেনি। চতুর্থ স্থান প্রাপ্তিই ছিল এদিন অবধি সব থেকে সেরা ফল। কিন্তু এবার বার্মিংহ্যামে নিজেদের সেরাটা উজার করে দিলেন লাভলি চৌবে, রুপারানি তিরকে, পিংকি ও নয়নমণি শইকিয়ারা। প্রথম থেকেই ভালো খেলতে থাকে ভারত। এক সময় ৮-২ পয়েন্টে এগিয়ে যায় তাঁরা। যদিও এরপর কিছুটা ম্যাচে ফিরে আসে দক্ষিণ আফ্রিকা। যদিও তাতে শেষ রক্ষা হয়নি।
আরও পড়ুনঃ Commonwealth Game 2022 | কমনওয়েলথে ইভেন্ট চলাকালীনই দুর্ঘটনা, ট্র্যাকে হুমড়ি খেলেন ভারতীয় সাইক্লিস্ট