বার্মিংহ্যাম: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) আরও একটি সোনা জয় ভারতের। পঞ্চম পদকটিও এল ভারোত্তোলনে। রবিবার ভারোত্তোলনে পুরুষদের ৬৭ কেজি বিভাগে সোনা জিতলেন জেরেমি লালরিন্নুঙ্গা।
শনিবার রাতেই মণিপুরের মীরাবাঈ চানুর হাত ধরে এবারের কমনওয়েলথ গেমসে প্রথম সোনা আসে ভারতে। রবিবার এল দ্বিতীয় সোনা। স্ন্যাচ ইভেন্টে ১৪০ কেজি ওজন তুলে কমনওয়েলথে ইতিহাস গড়লেন জেরেমি। পাশাপাশি ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১৬০ কেজি ওজন তুললেন তিনি। এদিন মোট ৩০০ কেজি ওজন তুলে পুরুষ বিভাগে নজর কাড়লেন জেরেমি।
চার বছর আগে যুব অলিম্পিকে সোনা জিতেছিলেন মিজোরামের জেরেমি। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপেও তিনি সোনা জিতেছিলেন। এবার সোনা এল কমনওয়েলথ গেমসেও।
আরও পড়ুন : কমনওয়েলথে ভারত্তোলনে ব্রোঞ্জ এল গুরুরাজা পূজারির হাত ধরে