Friday, April 26, 2024
Homeউত্তরবঙ্গউত্তর দিনাজপুরস্কুল গেটের সামনে তৈরি হচ্ছে কমিউনিটি টয়লেট, প্রতিবাদে সরব অভিভাবকরা

স্কুল গেটের সামনে তৈরি হচ্ছে কমিউনিটি টয়লেট, প্রতিবাদে সরব অভিভাবকরা

রায়গঞ্জ: রায়গঞ্জের কর্ণজোড়ায় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের গেটের সামনে কমিউনিটি টয়লেট তৈরি করাকে কেন্দ্র করে  বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। রবিবার নির্মাণকারী সংস্থার কর্মীরা কাজ করতে এলে তাঁদের সঙ্গে অভিভাবকরা তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত কাজ বন্ধ করে দেন নির্মাণকারী সংস্থার কর্মীরা। যদিও সাধারণের সুবিধার্থে এখানেই শৌচালয় তৈরির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

কর্ণজোড়ার মিশনমোড়ে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের গেটের সামনে কমিউনিটি টয়লেট তৈরির উদ্যোগ নিয়েছে ১৪ নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। পূর্ত দপ্তরের জায়গায় শৌচালয় নির্মাণের বরাত পায় একটি সংস্থা। সেই মতো কয়েকদিন হল কাজ শুরু হয়েছে। বিভিন্ন নির্মাণ সামগ্রীও ফেলা হয়েছে সেখানে। এদিন সকালে বেশ কিছু অভিভাবক স্কুল গেটে জমা হন। তাঁরা কাজ বন্ধের দাবি জানান। রুস্তম আলি সহ অন্য অভিভাবকদের বক্তব্য, ‘আমরা এই জায়গায় প্রতিদিন বাচ্চাদের জন্য অপেক্ষা করি। তাই এখানে শৌচালয় তৈরি করা হলে দুর্গন্ধে টেকা যাবে না। অবিলম্বে কাজ বন্ধ করতে হবে।’

যদিও স্থানীয় বাসিন্দারা অভিভাবকদের দাবি মানতে চাননি। তাঁরা স্কুল গেটের পাশেই শৌচালয় নির্মাণের দাবি জানান। রাজেন বর্মন নামে এক বাসিন্দা বলেন, ‘এই এলাকায় কোনও কমিউনিটি টয়লেট নেই, তাই এখানে এটি হলে আমাদের সুবিধা হবে।’

ঘটনাকে ঘিরে এদিন উত্তেজনা ছড়ায়। পরে এলাকায় আসেন ১৪ নম্বর কমলাবাড়ি  গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহাদাদ হোসেন। তিনি  বলেন, ‘পঞ্চায়েতের তরফে পূর্ত দপ্তরের জায়গায় কমিউনিটি টয়লেট তৈরির জন্য একটি সংস্থাকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। স্কুলের প্রিন্সিপালের সঙ্গে আলোচনা করেই জায়গা নির্বাচন করা হয়েছে। কাজ শুরুর পর এখন বাধা দেওয়া হচ্ছে। অভিভাবকরা এসে কাজ বন্ধ করে দিয়েছেন।’

স্কুলের প্রিন্সিপাল ফাদার দামিয়ান টুডু জানান, শৌচালয় নির্মাণ করা হলে খুব সমস্যা হবে। কারণ এখানে অভিভাবকরা এসে অপেক্ষা করেন, গাড়ি রাখেন। ফাদার জানান, স্কুলের গেটের কাছে যে শৌচালয় তৈরি করা হচ্ছে, তা আগে থেকে জানতেন না।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

ইউটিউব ভিডিও থেকে শিক্ষা, স্কেটিং করে কেদারনাথের পথে তিন তরুণ

0
শিলিগুড়ি: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অপরের সঙ্গে পরিচয়। স্কেটিংয়ের প্রতি ভালোবাসা এক করেছে জলপাইগুড়ির আশিস সমাদ্দার (২৫), জগন্নাথ রায় (২২) এবং শিলিগুড়ির কৃষ্ণ বর্মনকে...

Model Pink Booth | ভোটকর্মীরা পরেছে গোলাপি পোশাক, বুথজুড়েও গোলাপি রংয়ের ছড়াছড়ি, কেন?

0
করণদিঘি: গণতন্ত্রে নারী-পুরুষের সমানাধিকার। গণতান্ত্রিক অধিকার রক্ষায় নারীর পূর্ণাঙ্গ অংশগ্রহণ। এই দুই লক্ষ্য বাস্তবায়িত করতে করণদিঘি ব্লকের করণদিঘি-১ গ্রাম পঞ্চায়েতের বিডিও অফিস প্রাঙ্গণের ১৮২...

Narendra Modi | ‘২৬ হাজার পরিবারের রুটি-রুজি শেষ হয়ে গিয়েছে’, চাকরি বাতিল নিয়ে তৃণমূলকে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নির্বাচনি (Lok Sabha Election 2024) জনসভা থেকে ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার...

Shot dead | মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত ভারতীয় বংশোদ্ভূত

0
ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে মৃত্যু হল ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তির। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ...

উন্নয়ন অধরা, মেচি নদী পেরিয়ে ৫ কিমি দূরে ভোট দিতে যাচ্ছেন আন্তারাম ছাটের বাসিন্দারা

0
খড়িবাড়ি: খড়িবাড়ি ব্লকের দুলালজোত নেপালি জুনিয়ার হাইস্কুলে ভোট দেবেন রানিগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আন্তারাম ছাট এলাকার বাসিন্দারা। নিজ এলাকা থেকে ৫ কিমি দূরে...

Most Popular