উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার প্রয়াত হয়েছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র। শোকের ছায়া নেমেছে নাট্যজগৎ সহ গোটা রাজ্যে। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, বাংলা নাট্যজগতের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং প্রখ্যাত মঞ্চশিল্পী ছিলেন শাঁওলি মিত্র। অভিনয় জগতে মহীরুহ’র গভীরভাবে শোকাহত তিনি। পাশাপাশি তিনি আরও জানান, শাঁওলি মিত্র তাঁর বহুদিনের সহযোগী ছিলেন। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন। বাংলার সরকার তাঁকে ২০১২ সালে বঙ্গবিভূষণ ও ২০১৪ সালে দীনবন্ধু পুরস্কার দেয়। শাঁওলি মিত্রের পরিবার- পরিজনকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
প্রসঙ্গত, রবিবার প্রয়াত হন শাঁওলি মিত্র। মৃত্য়ুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। গতকাল দুপুরে নিজের বাড়িতেই দেহাবসান হয় তাঁর। গতকাল বিকেলেই কিরীটি মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর ইচ্ছেতেই দাহ কার্যের পর মৃত্য়ুর খবর জানানো হয় সকলকে। জানা গিয়েছে, দেড় বছর যাবৎ অসুস্থ ছিলেন তিনি। চিকিৎসাও চলছিল বাড়িতে থেকেই। রাজ্য় সরকারের তরফে তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হলেও তিনি বাড়িতেই থাকতে চেয়েছিলেন।