ডিজিটাল ডেস্ক : দীর্ঘ রোগভোগের পর আজকে চলে গিয়েছেন প্রবীণ পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumder)। তাঁর মৃত্যুতে বাংলা ছবির জগতে যে আক্ষরিক অর্থে একটি যুগের অবসান হল সে ব্যাপারে নিশ্চিত থাকা যায়। আর পরিচালকের এই চলে যাওয়া নিয়ে এবার শ্রদ্ধা জানালেন নতুন যুগের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন এবং তপন সিনহার মতন পরিচালকের পর শেষ নাম তরুণ মজুমদার আজকে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। প্রয়াত পরিচালকের অসংখ্য ছবির মধ্যে সৃজিত একাধিক ছবির নাম উল্লেখ করেছেন। পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায় মনে করেন, তরুণ মজুমদারের যে খ্যাতি ও সম্মান প্রাপ্য ছিল তা থেকে তিনি বঞ্চিত হয়েছেন। কিংবদন্তি পরিচালকের শেষ সফর যাতে ভালো হয়, সেই প্রার্থনাই করেছেন সৃজিত। তিনি তরুণ মজুমদারকে প্রকৃত কিংবদন্তি বলে বর্ণনা করেছেন। তরুণ মজুমদারের মৃত্যুতে ইতিমধ্যেই টলিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া।
আরও পড়ুন : প্রয়াত কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার