বাগডোগরা: ‘৩২ রোড সেফটি মান্থ’ কর্মসূচি পালন হল বাগডোগরার বিহার মোড় এলাকায়। বুধবার বাগডোগরা ট্রাফিক গার্ডের তরফে ওই কর্মসূচি আয়োজিত হয়। এদিন গাড়ি চালকদের সচেতন করার পাশাপাশি পথ নিরাপত্তায় স্টিকার লাগানো পুলিশের তরফে। অন্যদিকে, সংক্রমণ মোকাবিলায় চালকদের মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়। হেলমেট ছাড়া বাইক স্কুটির চালকদের চকলেট, গোলাপ ফুল দেওয়ার পাশাপাশি তাদের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ সম্পর্কে সচেতন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এসিপি ট্রাফিক (ওয়েস্ট) পিটি ভুটিয়া, বাগডোগরা ট্রাফিক গার্ডের ওসি বিনয় সিনচুরি সহ পুলিশ কর্মীরা।
পাশাপাশি, ৩২তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিন উপলক্ষ্যে চালসাতেও সচেতনতা শিবির করা হয়। এদিন মেটেলি থানার ট্রাফিক পুলিশের তরফে চালসা গোলাইয়ে ট্রাফিক অফিসের সামনে ওই শিবিরের আয়োজন হয়। ট্রাফিক আইন সম্পর্কে চালসার গাড়ি চালক সহ জনগণকে সচেতন করা হয়। উপস্থিত ছিলেন মাল এসডিপিও রবিন থাপা, মেটেলি থানার আইসি গৌতম রায়, মেটেলি থানার ট্রফিক ওসি শান্তা শীল, সমাজসেবী আশিস কুন্ডু, দীপক ভুজেল প্রমুখ। এদিন হেলমেটবিহীন বাইক চালকদের হাতে হেলমেট তুলে দেওয়া হয় এসডিপিও রবিন থাপার উপস্থিতিতে।