ডিজিটাল ডেস্ক : বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মাকে (Nupur Sharma) সমর্থন করায় প্রাণ খোয়াতে হয়েছে উদয়পুরের এক ব্যক্তি কানহাইয়ালালকে। উদয়পুরের (Udaipur) মর্মান্তিক হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক আলোড়ন শুরু হয়েছে দেশ জুড়ে। ইতিমধ্যেই অবশ্য হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়েছে। প্রথম থেকেই এই হত্যাকাণ্ড নিয়ে চলছে রাজনৈতিক বিতর্ক, যা এবার কয়েক গুণ বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, কংগ্রেসের তরফ থেকে উদয়পুর হত্যাকাণ্ডে জড়িত রিয়াজ আখতারের সঙ্গে বিজেপির যোগ থাকার দাবি করা হয়েছে। এমন কি কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে, খুনি রিয়াজ রাজস্থান বিজেপির সংখ্যালঘু সেলের সদস্য। প্রসঙ্গত, রাজস্থান বিজেপির সংখ্যালঘু সেলের কনভেনর সাদিক খানের সঙ্গেও রিয়াজের একাধিক ছবি প্রকাশ্যে এসেছে বলে শোনা যাচ্ছে। এমনকি রাজস্থানের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা গুলাব চাঁদ কাটারিয়ার অনুষ্ঠানেও রিয়াজের উপস্থিত থাকার দাবী করা হচ্ছে। তবে রাজস্থান বিজেপির সংখ্যালঘু সেলের তরফ থেকে আহ্বায়ক সাদিক পুরো বিষয়টি অস্বীকার করেছেন। কিন্তু তাতে যে বিতর্ক থামছে না তা স্পষ্ট। আপাতত এই নিয়ে উদয়পুরের রাজনীতি সরগরম হতে শুরু হয়েছে। বিষয়টি কতদূর এগোয়, সেদিকে নজর থাকবে বিশেষজ্ঞদের।
দুর্নীতি ইস্যুতে প্রতিবাদ জানাতে এবার বিজেপির নবান্ন অভিযান
ডিজিটাল ডেস্ক : এই মুহূর্তে রাজ্যে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গ্রেপ্তারের পর কিছুটা হলেও তৃণমূল...
Read more