ডিজিটাল ডেস্কঃ আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে পাঞ্জাব বিধানসভা নির্বাচন। আর তার আগেই পাঞ্জাবে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নীর ভাইপো ভূপিন্দর সিং ওরফে হানিকে ইডি গ্রেপ্তার করায়। প্রসঙ্গত কয়েকদিন আগেই ভূপিন্দর সিংকে ইডির তরফ থেকে অবৈধ বালি খাদানের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আর এবার ধৃত ভূপিন্দর সিংকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত দেওয়া হল বলে জানা গেছে। এই তথ্য প্রকাশ্যে আশায় কার্যত রাজনৈতিক চাপানউতোর শুরু পাঞ্জাবে। প্রসঙ্গত জানা যাচ্ছে, ভূপিন্দর সিং এর বাড়ি থেকে তল্লাশিতে গত জানুয়ারি মাসের ১৮ তারিখে ৭.৯ কোটি টাকার নগদ উদ্ধার করে ইডি। অন্যদিকে জেরার মুখে ভূপিন্দর জানিয়েছে, এই নগদ অবৈধ বালি খাদানের কাজে ব্যবহৃত হতো। এই ঘটনায় পাঞ্জাবের শাসক দল কংগ্রেস ব্যাপক ক্ষোভ উগরে দিয়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তাঁদের দাবি, ভোটকে সামনে রেখে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এভাবে ধরপাকড় চালানো হচ্ছে। সব মিলিয়ে ভোটের আগে পাঞ্জাবে কংগ্রেস যে বড়সড় অস্বস্তির মুখে, সে ব্যাপারে একমত বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃ কংগ্রেসের বিরুদ্ধে এবার বড়োসড়ো অভিযোগ