আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে হাত শিবিরে ভাঙন। বৃহস্পতিবার কংগ্রেসের আলিপুরদুয়ার টাউন ব্লক সভাপতি বিমল মণ্ডল বিজেপিতে যোগদান করেন। এদিন বিকেলে বিজেপির জেলা কার্যালয়ে ওই কংগ্রেস নেতার হাতে বিজেপির পতাকা তুলে দেন বিধায়ক সুমন কাঞ্জিলাল, দলের জেলা সাধারণ সম্পাদক মিঠু দাস সহ অন্যরা। পুরভোটের মুখে হাত শিবির ছেড়ে কংগ্রেস নেতার গেরুয়া শিবিরে যোগদানের ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
আরও পড়ুন : গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ব্যবসায়ী!