আহমেদাবাদ: চলতি বছর ডিসেম্বরে গুজরাটে বিধানসভা নির্বাচন। তার আগেই ধাক্কা খেলে কংগ্রেস। বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের বিধায়ক অশ্বিন কোতওয়াল। এতে গুজরাট বিধানসভায় কংগ্রেসের শক্তি নেমে দাঁড়াল ৬৩-তে, সেখানে বিজেপি চলে গেল ১১১-তে।
গুজরাটে বিজেপি যে খুব দারুণ একটা স্বস্তিতে আছে, তা নয়। কয়েক মাস আগেই বিজয় রুপানিকে সরিয়ে ভূপেন্দ্র প্যাটেলকে মুখ্যমন্ত্রী করে বিজেপি। কারণ করোনাকালে বিজয় রুপানির ভূমিকা নিয়ে সাধারণ মানুষদের মধ্যে ক্ষোভ ছিল। ভূপেন্দ্র প্যাটেলকে মুখ্যমন্ত্রী পদে আনার পরও যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কমেছে তা নয়। ১৯৯৫ থেকে গুজরাটে ক্ষমতায় আসে বিজেপি। এবারও গুজরাটে ক্ষমতা ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির। কারণ উত্তরপ্রদেশ, উত্তরখণ্ড, গোয়া, মণিপুরে ক্ষমতা ধরে রেখে যেভাবে ২০২৪ লোকসভাতেও জয়ের দিকে এগোচ্ছে, মোদির রাজ্য হাতছাড়া হলে সেটায় বড় ধাক্কা খাবে বিজেপি। তাই এখন থেকে আদাজল খেয়ে নেমেছে বিজেপি।
আরও পড়ুনঃ শত্রুকে ফাঁসাতে এ কী কাণ্ড, বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ করাল স্বামী!