ডিজিটাল ডেস্ক : আজ রাজধানী দিল্লিতে (Delhi) ব্যাপক অশান্তির আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, কংগ্রেসের তরফ থেকে প্রধানমন্ত্রীর বাড়ি ও রাষ্ট্রপতি ভবন ঘেরাও করা হবে বলে জানানো হয়েছে। কার্যত ন্যাশনাল হেরাল্ড মামলা নিয়ে কংগ্রেসের ওপরে ক্রমাগত চাপ বাড়ছে। অন্যদিকে কংগ্রেস পাল্টা কেন্দ্রীয় সরকারের ওপর মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে নিয়ে চাপ বাড়াতে শুরু করেছে। আর তারই প্রতিবাদস্বরূপ আজ রাষ্ট্রপতি ভবন অব্দি কংগ্রেস নেতারা বিক্ষোভ মিছিল করবেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য ও শীর্ষ নেতারা যাবেন ‘প্রধানমন্ত্রীর বাড়ি ঘেরাও’ কর্মসূচিতে। অন্যদিকে লোকসভা ও রাজ্যসভার সাংসদরা অংশ নেবেন ‘চল রাষ্ট্রপতি ভবন’ কর্মসূচিতে। যদিও দিল্লি পুলিশের তরফ থেকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই বিক্ষোভ বা মিছিলের অনুমতি দেওয়া হয়নি। সেক্ষেত্রে কংগ্রেস কিভাবে বিক্ষোভ দেখায়, সেদিকে অবশ্যই নজর থাকছে।
সংসদ ফের অচলই, ‘বিতর্ক’ বনাম ‘বিশৃঙ্খলা’ তরজায় কংগ্রেস-তৃণমূল
নয়াদিল্লি: আদানি 'প্রতারণা' ইস্যুতে বিরোধী সমন্বয় আগেই ভেঙে চুরমার। কংগ্রেস-সহ তামাম বিরোধী শিবির আদানি ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে স্বস্তিতে সংসদ চালাতে...
Read more