চালসা: ১০০ দিনের কাজের টাকা, কুর্তি নদীর সেতু সংস্কার, পিএইচই’র জলের ব্যবস্থা সহ ৮ দফা দাবিতে সরব হল কংগ্রেস। বুধবার মেটেলি (Matelli) ব্লক কংগ্রেসের তরফে একটি প্রতিনিধি দল বিডিও বিপ্লব বিশ্বাসকে ডেপুটেশন দেন। উপস্থিত ছিলেন মেটেলি ব্লক কংগ্রেস সভাপতি কুমার থাপা, সহ সভাপতি সিনু মুন্ডা সহ আরও অনেকে। বিডিও বিষয়গুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন।
আরও পড়ুন: Chalsa | খাদ্যের লোভে মুদির দোকানে হামলা বুনো হাতির