নাগরাকাটা: ১০০ দিনের কাজ বন্ধ, দ্রুত গ্রাম সংসদের সভা ও উন্নয়নের খতিয়ান পেশ, গ্রামের কাজের হিসেব প্রদান, খাসবস্তি সহ আরও কয়েকটি এলাকায় পিএইচই-র পাইপ বসানো সহ একাধিক ইস্যুতে সরব হল নাগরাকাটা ব্লক কংগ্রেস। মঙ্গলবার তারা বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ দেখায়। বিডিও-র কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। এদিনের কর্মসূচির নের্তৃত্বে ছিলেন জলপাইগুড়ি(Jalpaiguri) জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সুকবীর সুব্বা, ব্লক কংগ্রেস সভাপতি কাইলা সোনার, সহ সভাপতি মজিবর সরকার সহ আরও অনেকে। সুকবীর সুব্বা জানান, ১০০ দিনের কাজ বন্ধ হয়ে রয়েছে। পুরোনো কাজের বকেয়া মজুরিও কাউকে দেওয়া হয়নি। গ্রামীণ এলাকার উন্নয়ন নিয়ে কেন্দ্র কিংবা রাজ্য কোনও সরকারেরই মাথাব্যাথা নেই। পাশাপাশি তাঁর বক্তব্য, কংগ্রেসই যে জনকল্যাণের জন্য একমাত্র রয়েছে তা সাধারণ মানুষ বুঝে গিয়েছে।
লোকালয় থেকে সম্বর উদ্ধার
নাগরাকাটা: পথ ভুলে লোকালয়ে চলে আসা সম্বরকে জঙ্গলে ফেরাল বন দপ্তর। রবিবার ঘটনাটি ঘটে নাগরাকাটার আংরাভাসা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের...
Read more