রায়গঞ্জ: জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধিকে (Rahul Gandhi) ইডি জেরার নামে নানা ভাবে হেনস্থা করছে। এই অভিযোগে রায়গঞ্জ রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের বাইরে বিক্ষোভ দেখায় কংগ্রেস। নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত। ছিলেন লিয়াকত আলি, তিলক তীর্থ ভৌমিক, নার্গিস খাতুন, তন্ময় দত্ত সহ অন্যান্যরা। মোহিতবাবু বলেন, ‘জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে জেরার নামে হেনস্থা করা হচ্ছে। বিজেপির উদ্দেশ্য কংগ্রেসকে দুর্বল করা।’ দেশের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় সরকারের দপ্তরের সামনে এই কর্মসূচি চলছে বলে জানান কংগ্রেস নেতৃত্ব।
আরও পড়ুন: Agnipath Protest | অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে রায়গঞ্জে বিক্ষোভে শামিল শিক্ষকরা