ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কনভয় আটকানো নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। পাঞ্জাবের ফিরোজপুরে প্রধানমন্ত্রীর কনভয় আটকে যায় সম্প্রতি। আর তাই নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। গেরুয়া শিবিরের পক্ষ থেকে নেতা-মন্ত্রীরা এমনিতেই বলতে শুরু করেছেন, প্রধানমন্ত্রী মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। কার্যত প্রধানমন্ত্রীকে প্রাণে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল বলে অভিযোগ। আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কংগ্রেসের পক্ষ থেকে আজ পাল্টা প্রশ্ন তোলা হয়েছে, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি কি তাহলে জাতীয় নিরাপত্তার সমস্যার থেকে নিজের নিরাপত্তা নিয়ে বিশেষ চিন্তিত? কার্যত কংগ্রেস অভিযোগ তুলেছে, নরেন্দ্র মোদির ওপর পাঞ্জাবে প্রাণঘাতী হামলার চেষ্টা করা হচ্ছে বলে একটি ভাবাবেগ তৈরি করা হচ্ছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। পুরো ঘটনার পেছনে রাজনৈতিক কৌশল রয়েছে। প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছেন, তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। আর এ প্রসঙ্গে কংগ্রেস নেতা সিধু পুরোটাই নাটক বলে অভিহিত করেছেন। সব মিলিয়ে পাঞ্জাবের প্রধানমন্ত্রীর কনভয় আটকে যাওয়া ষড়যন্ত্র না রাজনৈতিক কৌশল- এই নিয়ে চর্চা তুঙ্গে।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial