আসানসোল: দ্রুত গতিতে আসা গাড়ির ধাক্কায় মৃত্যু হল রাজ্য পুলিশের এক কনস্টেবলের। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে আসানসোলের (Asansol) কুলটি থানার চৌরঙ্গী মোড়ের কাছে ২ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সময়লাল কুর্মি(৪৭)। তিনি উত্তরপ্রদেশের প্রতাপপুরের বাসিন্দা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়িতে কর্মরত ছিলেন তিনি। রবিবার রাত থেকে সময়লাল কুর্মি চৌরঙ্গী ফাঁড়ির মোবাইল ভ্যানে ডিউটি করছিলেন। সোমবার প্রায় ভোর ৪টা নাগাদ চৌরঙ্গী মোড়ের কাছে রাস্তার পাশে ফাঁকা জায়গায় তিনি শৌচকর্ম করছিলেন। সেসময় উলটো দিক থেকে দ্রুতগতিতে আসা চারচাকা গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। তখন তার সঙ্গে ডিউটিরত অফিসার ও কর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। তবে সোমবার সকাল ১১টা নাগাদ তাঁর মৃত্যু হয়।
পুলিশ তদন্তে নেমে ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ক্ষতিয়ে দেখে। সূত্রের খবর, ওই গাড়িটি কুলটি থানার নিয়ামতপুরের নিষিদ্ধপল্লী এরিয়া থেকে বেরিয়ে দ্রুত গতিতে আসছিল। সেসময় চৌরঙ্গী মোড়ে ২ নং জাতীয় সড়কে কর্মরত রাজ্য পুলিশের ওই কনস্টেবলকে ধাক্কা মেরে সালানপুর হয়ে চিত্তরঞ্জনের দিকে পালিয়ে যায়। শেষ পর্যন্ত সোমবার বিকেলে কল্যানেশ্বরী শ্মশানের কাছে গাড়িটি উদ্ধার করে চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ। উদ্ধার হওয়া গাড়ির মালিকের নাম শুভম খোয়ালা। গাড়িটি কর্ণাটকের নম্বরে রেজিস্টার রয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে।
আরও পড়ুন : কুলটিতে ঢালাই রাস্তার শিলান্যাস করলেন পুরনিগমের মেয়র পারিষদ