চাঁচল: চাঁচল(Chanchal) কলেজ এনএসএস ইউনিট ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে শনিবার সারাদিন ব্যাপী মহা সমারোহে উদযাপিত হল সংবিধান দিবস। অনুষ্ঠানে শতাধিক ছাত্র ছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকা ও শিক্ষাকর্মীদের উপস্থিতিতে এদিন অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো। ছাত্র ছাত্রীদের দ্বারা অভিনীত নাটক ‘সম্প্রীতি’। এছাড়াও নাচ গান কবিতা আবৃত্তি ইত্যাদির মধ্য দিয়ে দেশ প্রেমকে জাগিয়ে তোলা হয়। ধন্যবাদ জ্ঞাপন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা আরতি সাহা ও সহযোগী অধ্যাপক ড শান্তনু বসু।
চাঁচল থানার এসআই প্রদীপ কুমার দাস জানান, সংবিধানের নীতি আদর্শ আজ পালিত হচ্ছে না বলেই পুলিশ প্রশাসনের প্রয়োজন। মানুষ অপরাধ না করলে আইনেরও দ্বারস্থ হতে হয় না। তাই এই ধরণের সচেতনতা মূলক অনুষ্ঠান হওয়া খুবই দরকার।’ খরবা ফাঁড়ির ইনচার্জ তানবীর হাবিব আজাদ জানান, ছাত্রীরা নানা আইনি অধিকার সম্পর্কে অবগত নয়। সংবিধানের আইনি অধিকার সম্পর্কে তাদের সচেতন করা খুবই জরুরি।’ কলেজের এনএস এসইউনিটের প্রোগ্রাম অফিসার অধ্যাপক জয়ন্ত রায় বলেন, ভারত সরকারের নির্দেশ অনুযায়ী এনএস এস ইউনিট সমাজ সচেতনতার কাজে সবসময় ঝাঁপিয়ে পড়ে।শুধু সকলের সহযোগিতার হাতটুকু দরকার।’