রায়গঞ্জ: পাথর কাটার মেশিন দিয়ে বাঁ হাতের তিনটি আঙুল কাটা গেল এক নির্মাণ শ্রমিকের। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত উদয়পুর এলাকায়। গুরুতর জখম ওই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করে কর্তব্যরত চিকিৎসক।
জানা গিয়েছে, জখম ওই নির্মাণ শ্রমিকের নাম সুমন রায় (২৬)। বাড়ি রায়গঞ্জ শহরের রাসবিহারী বাজার সংলগ্ন শ্মশান কলোনি এলাকায়। জখমের মা বেনু রায় বলেন, ‘উদয়পুরে এক বাড়িতে টাইলস লাগানোর কাজ করছিল আমার ছেলে। টাইলস কাটার যন্ত্র দিয়ে আমার ছেলের বাঁ হাতের তিনটি আঙুল কেটে যায়।‘
সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল নেতা তপন দাস বলেন, ‘সুমনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। পরিবারকে যাবতীয় সাহায্য করা হবে।‘