কুমারগঞ্জঃ বিভিন্ন জিনিসপত্র কিনতে গিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্নভাবে প্রতারিত হন ক্রেতারা। এছাড়া অর্থ বিনিয়োগ, পুরনো সোনার গয়না নতুন করে দেওয়া, ওষুধপত্র কিনতে ঠকে যাওয়া ও নানান প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়ে মানুষ অনেক সময় সর্বশান্ত হন কিংবা ঠকে যান। এই সমস্ত প্রতারণার হাত থেকে ছাত্রছাত্রী তথা সাধারণ মানুষকে সচেতন করে সুরক্ষিত ক্রেতা তৈরি করার লক্ষ্যে এক সচেতনতা শিবিরের আয়োজন করেছিল দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলা উপভোক্তা বিষয়ক দপ্তর। মঙ্গলবার শিবিরটি আয়োজিত হয় গোপালগঞ্জ রঘুনাথ উচ্চ বিদ্যালয়ে।
এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল ম্যাজিকের মাধ্যমে ক্রেতাদের সচেতন করা। ক্রেতাদের সচেতন করতে এদিন বেশ কিছু পরামর্শ দিয়েছেন শিবিরে উপস্থিত বক্তারা। তাঁরা পরামর্শ দিয়েছেন পঞ্চাশ টাকা দামের বেশি মালপত্র কিনলে অবশ্যই রশিদ নেওয়ার, ওষুধপত্র কেনার সময় রশিদ নেওয়া, রান্নার গ্যাস নেওয়ার সময় বাড়িতে ওজন দেখে নেওয়া, সর্বোপরি কোন জিনিসপত্র কিনতে গিয়ে প্রতারিত হলে সেই রশিদপত্র সহ যথাশীঘ্র বালুরঘাট উপভোক্তা বিষয়ক অফিসে যোগাযোগ করা। শিবিরের দ্বিতীয় পর্বে প্রায় এক ঘন্টা ধরে নানাবিধ মজার ম্যাজিকের মাধ্যমে ক্রেতাদের বিভিন্নভাবে সচেতন করে তোলেন ম্যাজিশিয়ান বিশ্বনাথ মিত্র।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কনজিউমার ওয়েলফেয়ার অফিসার ধীমান সামন্ত, শম্পা ওরাও, আয়োজক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রমোহন পাল, মকসেদ আহমেদ প্রমুখ।
আরও পড়ুনঃ ‘এক ডাকে অভিষেক’ নম্বরে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, শোরগোল