ডিজিটাল ডেস্ক : দেশজুড়ে একের পর এক নারী নির্যাতনের ঘটনা সামনে আসছে। এবার ওড়িশার বালাসোরে এক গৃহবধূকে লাগাতার ধর্ষণের ঘটনা সামনে এল। অভিযোগ উঠেছে এক তান্ত্রিকের বিরুদ্ধে। সূত্রের খবর, ২০১৭ সালে ওই মহিলার বিবাহ হয়। তারপর থেকে লাগাতার পণের দাবিতে তার শ্বশুরবাড়ির লোকেরা তাঁর ওপর মানসিক ও শারীরিক অত্যাচার চালিয়ে যায়। এরপরেই এক তান্ত্রিকের আবির্ভাব ঘটে। নির্যাতিতা বয়ান অনুযায়ী জানা যাচ্ছে, তাঁর শ্বশুরবাড়ির লোকজনকে পণ সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছিল তান্ত্রিক। কিন্তু গৃহবধূকে কয়েকমাস তাঁর সঙ্গে থাকতে দেওয়ার শর্ত দেয় সে। সেই শর্তে রাজি হয়ে যায় নির্যাতিতার শ্বশুরবাড়ির লোকজন। অনিচ্ছুক গৃহবধূকে মাদক খাইয়ে অচেতন করে শিশুসন্তানসহ তান্ত্রিকের ঘরে বন্দি করে রাখা হয়। প্রায় ৭৯ দিন ধরে ওই তান্ত্রিক লাগাতার ধর্ষণ করে ঐ গৃহবধূকে। এরপর ওই নির্যাতিতা সুযোগ বুঝে নিজের বাপের বাড়িতে খবর দেয়। আর তারপরেই পুলিশে অভিযোগ জানানো হয় পুলিশ নির্যাতিতাকে উদ্ধার করলেও এখনো পর্যন্ত ওই তান্ত্রিক কিংবা শ্বশুরবাড়ির লোকজন কাউকেই গ্রেপ্তার করেনি।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন : প্রেমে প্রত্যাখ্যাত হয়ে অগ্নিকাণ্ড ঘটাল যুবক, প্রাণ গেল ৭ জনের