ডিজিটাল ডেস্ক : সদ্যই শেষ হয়েছে রথযাত্রা (Rath Yatra) অনুষ্ঠান। কিন্তু এই রথযাত্রা নিয়ে এবার ব্যাপক রাজনৈতিক চাপানউতোর সামনে এল। জানা গিয়েছে, মহিষাদল রাজবাড়ির (Mahishadal Rajbari) রথযাত্রা অনুষ্ঠানে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক দলের একাধিক নেতা, মন্ত্রীও যোগ দিয়েছিলেন। উল্লেখযোগ্যভাবে এই অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র, বিধায়ক তিলক কুমার চক্রবর্তী এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে ছিলেন পূর্ব মেদিনীপুর তমলুক সংগঠনিক জেলা বিজেপির (BJP) সভাপতি তপন বন্দোপাধ্যায়। জানা গিয়েছে, শাসকদলের পাশে দাঁড়িয়ে তিনিও রথের রশিতে টান দিয়েছেন। আর এই নিয়েই শুরু হয়ে গিয়েছে গেরুয়া শিবিরের অন্তরে ব্যাপক জল্পনা। তপন বন্দ্যোপাধ্যায়ের রথযাত্রায় শাসকদলের সাথে থাকা নিয়ে একাধিক প্রশ্ন উঠলেও এই নিয়ে মাথা ঘামাতে নারাজ স্থানীয় তৃণমূল (TMC) এবং বিজেপি নেতৃত্ব। দুই নেতৃত্বের তরফ থেকেই স্পষ্ট বলা হয়েছে, রথ সবার। সেক্ষেত্রে রাজনৈতিক রং লাগা মোটেই উচিত নয়। তবে এখনো পর্যন্ত এই নিয়ে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ঘটনাটি নিয়ে যে জলঘোলা হতে শুরু করেছে, তা নিশ্চিতভাবে বলা যায়।
বিলকিস বানু গণধর্ষণ কাণ্ডে মুক্তিপ্রাপ্তদের নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের
ডিজিটাল ডেস্ক : ২০০২ সালে গুজরাটে বিলকিস বানু গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের মুক্তি দেওয়া নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে দেশজুড়ে। প্রসঙ্গত ২০০২ সালে...
Read more