ডিজিটাল ডেস্কঃ গোয়াতে চলছে ৫৩ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কিন্তু এই চলচ্চিত্র উৎসবের শেষের দিন লাগলো বিতর্কের ছোঁয়া। প্রসঙ্গত, বিবেক অগ্নিহোত্রী পরিচালিত
‘দ্য কাশ্মীর ফাইলস'(‘The Kashmir Files’) যখন মুক্তি পেয়েছিল সে সময় ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা শোনা গিয়েছিল। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনেও ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে শুরু হল বিতর্ক। প্রসঙ্গত জানা গিয়েছে, গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম জুরি হলেন নাদাভ লাপিড। তাঁর বক্তব্য থেকেই শুরু হয়েছে যাবতীয় বিতর্ক।
প্রসঙ্গত, তিনি ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি নিয়ে বলার আগে তিনি উৎসব প্রধান এবং প্রোগ্রামিং পরিচালককে ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় এবার ১৫ টি চলচ্চিত্র এসেছে। যেগুলির মধ্যে ১৪ টি ছবি সিনেমাগত গুণাবলী, ত্রুটি এবং আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু ১৫ তম ছবি হিসাবে তিনি নাম নিয়েছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর। এবং তিনি প্রকাশ্যেই বলেন, এই ছবি দেখে তাঁরা অত্যন্ত বিরক্ত এবং হতবাক। তিনি প্রকাশ্যেই ‘দ্য কাশ্মীর ফাইলস’কে প্রচারণামূলক বলে জানিয়েছেন। প্রসঙ্গত কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর সহ শীর্ষস্থানীয় ব্যক্তিরা যখন মঞ্চে উপস্থিত রয়েছেন, তাঁদের সামনেই দাঁড়িয়ে ইসরায়েলের নাদাভ ল্যাপিড এই মন্তব্য করেছেন।
প্রসঙ্গত, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি ১৯৯০ এর দশকে উপত্যকা থেকে কাশ্মীরি পন্ডিতদের নির্বাসনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী সহ অন্যান্যরা। প্রসঙ্গত, এই ছবিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য ও রাজনৈতিক নেতারাও দেখেছেন এবং তাঁরা সিনেমাটিকে সমর্থন করেছেন। এমনকি বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্য ‘দ্য কাশ্মীর ফাইলস’ প্রর্দশনীতে কর ছাড় দিয়েছিল। বক্স অফিসে ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর রোজগার প্রায় ৩৫০ কোটি। স্বাভাবিকভাবেই এহেন ছবি নিয়ে যখন প্রকাশ্য মঞ্চে এভাবে সমালোচনা হচ্ছে, তা নিঃসন্দেহে বড় বিতর্কের জন্ম দিয়েছে।