মুম্বই: জয়ললিতার পর এবার ইন্দিরা গান্ধির ভূমিকায় অভিনয় করতে চলেছেন কঙ্গনা রানাউত। সাই কবিরের লেখা ও পরিচালনায় মনিকর্ণিকা ছবির প্রযোজনায় আসতে চলেছে এই পলিটিকাল ড্রামাটি। কঙ্গনা রানাউত ছাড়াও ছবিতে অভিনয় করছেন অন্যান্য বিশিষ্ট অভিনেতারা।
She was very beautiful, not pin up girl type beautiful, her face was like when all the swords are drawn just before the King’s command….- Khushwant Singh pic.twitter.com/p4IrHC4OWV
— Kangana Ranaut (@KanganaTeam) January 29, 2021
রাজনৈতিক সহ অন্যান্য বিষয়ে নানা ধরনের মন্তব্যের জেরে বারবার খবরের শিরোনামে এসেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। গুটিকয়েক শিল্পীদের সাথে মতের অমিল বা সম্পর্কের টানাপোড়েন থাকলেও নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্রে মন জয় করে নিয়েছেন তিনি। দর্শক সহ অনেক পরিচালকদের পছন্দের তালিকায় রয়েছেন তিনি। এবার স্বেচ্ছায় অংশগ্রহণ করছেন পলিটিকাল ড্রামায়। টুইটে নিজেই একটি পোস্টের মাধ্যমে নতুন ছবির কথা ঘোষণা করেন। ইন্দিরা গান্ধির চরিত্রে অভিনয় করা নিয়ে উৎসাহিত হয়ে টুইট করেন অভিনেত্রী।