নয়াদিল্লি: আজ, শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মোদি-মমতার এই বৈঠক নিয়ে রীতিমতো কটাক্ষ করলেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। টুইটে খোদ তিনি মোদিকে প্রশ্ন করেন, ‘তাঁর এবং মমতার মধ্যে কোনও ‘সেটিং’ নেই তো?’
টুইটে প্রধানমন্ত্রী মোদির উদ্দেশে তথাগত লিখেছেন, ‘কলকাতা একটি ‘সেটিং’-এর আশঙ্কায় বিপর্যস্ত। যার অর্থ মোদিজি এবং মমতার মধ্যে একটি গোপন বোঝাপড়া। যার মাধ্যমে তৃণমূলের চোর অথবা বিজেপি কর্মীদের খুনিরা মুক্ত হবে। অনুগ্রহ করে আমাদের ঝুঝিয়ে দিন যে, এরকম কোনও ‘সেটিং’ নেই।’
Kolkata is agog with apprehension of a ‘setting’. Which means a secret understanding between Modiji and Mamata, whereby the thieves of Trinamool and/or the murderers of BJP workers would go scot-free. Please convince us that there wud be no such ‘setting’ @narendramodi @PMOIndia
— Tathagata Roy (@tathagata2) August 5, 2022
এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসনভবনে বৈঠক করবেন নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শিক্ষাক্ষেত্রে দুর্নীতি প্রসঙ্গে রাজ্য রাজনীতির টালমাটাল আবহের মধ্যে মোদি-মমতা এই ‘হাই ভোল্টেজ’ সাক্ষাৎ নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে কেন্দ্র ও রাজ্য রাজনীতিতে। বিরোধী বাম-কংগ্রেস ইতিমধ্যেই ‘সেটিং’ֹ তত্ত্ব নিয়ে সরব। বিজেপির একাংশেও এনিয়ে ধন্দ্ব রয়েছে। সূত্রের খবর, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের মতো নেতারা ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন, কোনও কারণে তদন্তের গতি যদি শ্লথ হয়ে পড়ে, তাহলে বিজেপি রাজ্যে তার রাজনৈতিক জমি হারাবে। যদিও বিজেপি শিবিরের দাবি, কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী সময় চাইলে প্রধানমন্ত্রী দেখা করার সময় দিয়ে থাকেন। এটা রাজনৈতিক সৌজন্য। সুতরাং, এক্ষেত্রে এই ঘটনার অন্য কোনও ব্যাখা খোঁজা ঠিক নয়।