শিবশংকর সূত্রধর, কোচবিহারঃ ভিড় এড়াতে বাড়ি বাড়ি ফল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে কোচবিহার সদর মহকুমা প্রশাসন। কোচবিহার শহরের বাসিন্দারা ঘরে বসেই পাবেন পছন্দের ফল। লকডাউনে বাজারগুলিতে ভিড় কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সদর মহকুমা শাসক সঞ্জয় পাল। তিনি বলেন, ‘ভিড় কমানোর জন্য নানা উদ্যোগ নিচ্ছি আমরা। তারই অঙ্গ হিসেবে ফলের হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’ লকডাউন চলাকালীন সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত কোচবিহার শহরের বাসিন্দারা এই পরিষেবা পাবেন। শুক্রবার থেকে শুরু হবে এই পরিষেবা।
করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। ইতিমধ্যেই মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ঘোষণা করে লকডাউনের মেয়াদ বাড়িয়েছেন। কোচবিহারে লকডাউন সফল করতে পুলিশ প্রশাসনের তরফে ব্যবস্থা গ্রহণ করা হলেও প্রতিদিনই বাজারগুলিতে কেনাকাটার জন্য ভিড় বাড়ছে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হচ্ছে পুলিশকে। ফলে ভিড় কমাতে ইতিমধ্যেই মাছ, মুদির সামগ্রী, ওষুধের হোম ডেলিভারি শুরু করেছে মহকুমা প্রশাসন। এবার সেগুলির পাশাপাশি ফলের হোম ডেলিভারি শুরু হতে চলেছে। সদর মহকুমা প্রশাসনের তরফে তিনটি ফোন নম্বর প্রকাশ করা হয়েছে। লকডাউন চলাকালীন সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত 8309945800, 9679000203 ও 9800203707-এই নম্বরগুলিতে যোগাযোগ করে অর্ডার দিলে বাড়িতে বসেই মিলবে পছন্দের ফল।