শিবশঙ্কর সূত্রধর, কোচবিহার: পার্শ্ববর্তী আলিপুরদুয়ার জেলাতে ৪ জনের করোনা পজিটিভ দেখা দেওয়ার পর স্বাভাবিকভাবেই আতঙ্ক বেড়েছে কোচবিহার জেলায়। তবে এই পরিস্থিতিতেও কিছুটা আশার কথা শোনালো জেলা প্রশাসন।
শুক্রবার কোচবিহার জেলায় ৭৯ জনের করোনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ। এখনও পর্যন্ত জেলায় ৫৯৪ জনের করোনার পরীক্ষা করা হয়েছে। তবে স্বস্তির খবর করোনা আক্রান্ত কারও হদিস মেলেনি। তবে যত বেশি সম্ভব মানুষের করোনার পরীক্ষা করার দাবি উঠেছে।
এই বিষয়ে জেলাশাসক পবন কাদিয়ান বলেন, ‘আজ নতুন করে ১২৯ জনের লালারসের নমুনা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হবে।’

জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, কোচবিহারের করোনা হাসপাতালে মোট ৯জন ভর্তি রয়েছেন। চার শতাধিক মানুষ সরকারি কোয়ারান্টিনে পর্যবেক্ষণে রয়েছেন। প্রায় ১২০০জনকে হোম কোয়ারান্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল রাতেই কোচবিহার পার্শ্ববর্তী জেলা আলিপুরদুয়ারে ৪ জনের করোনা পজিটিভ মেলার খবর ছড়িয়ে পড়তেই গ্রীনজোনে থাকা কোচবিহার জেলাতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে কোচবিহারের সীমান্ত এলাকাগুলিতে আরও আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই সীমান্ত এলাকাগুলিতে থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। সেখানে জ্বর সহ করোনার বিভিন্ন উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে কোয়ারান্টিন সেন্টারে। যদিও এখনও পর্যন্ত কোচবিহার জেলায় সব স্বাভাবিক রয়েছে বলে প্রশাসনের দাবি।