কোচবিহার: বিয়ের চার মাসের মাথায় স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের! ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার(coochbehar) শহর সংলগ্ন ঝিনাইডাঙ্গায়। স্থানীয় বাসিন্দা জীবন বর্মনের সঙ্গে চার মাস আগে প্রেম করে বিয়ে হয় পাশ্ববর্তী চেকপোস্ট এলাকার অনামিকা দাসের। সম্প্রতি তাঁদের মধ্যে নানা বিষয়ে অশান্তি চলছিল। রবিবার বাড়ি থেকে অনামিকার দেহ উদ্ধার হয়। এরপরই জীবন গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ।
বিষয়টি পরিবার ও পড়শিদের নজরে এলে জীবনকে উদ্ধার করে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। জীবন তাঁর স্ত্রীকে খুন করেছেন বলে অভিযোগ মৃতার পরিবারের। মৃত বধূর দেহ মর্গে পাঠানো হয়েছে। কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, মৃত গৃহবধূর পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত স্বামী হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর ওপর নজর রাখা হচ্ছে।