কোচবিহার, ১১ ফেব্রুয়ারিঃ মাসের ১১ দিন পার হতে চললেও এখন পর্যন্ত গতমাসের পেনশন পাননি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এনবিএসটিসি)-র অবসরপ্রাপ্ত কর্মীরা। এই অভিযোগ তুলে মঙ্গলবার কোচবিহারের সাগরদিঘি চত্বরের পরিবহন ভবনে বিক্ষোভ দেখালেন নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন পেনশনার্স অ্যাসোসিয়েশন। তাদের দাবি, মাঝেমধ্যেই পেনশন পেতে সমস্যা হচ্ছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহনবাসী বর্মন বলেন, ‘আমরা সকলেই ষাটোর্ধ্ব। পেনশন না মেলায় টাকার অভাবে অনেকেরই চিকিৎসা বন্ধ হয়ে রয়েছে। দ্রুত আমাদের পেনশন মিটিয়ে দেওয়া হোক।’ এনবিএসটিসি-র চেয়ারম্যান অপূর্ব সরকার বলেন, ‘টেকনিক্যাল কোনো কারণে সমস্যা হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
চিকিৎসায় গাফিলতির অভিযোগ! রোগী মৃত্যুর ঘটনায় উত্তাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ
শিলিগুড়িঃ চিকিৎসার গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুর ঘটনা ঘটল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। শনিবার সকালে এই ঘটনায় তোলপাড় হল মেডিক্যাল কলেজ...
Read more