কোচবিহার, ৪ নভেম্বরঃ কোচবিহারের রাসমেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেজন্য দু’দিন পিছিয়ে দেওয়া হল মেলার উদ্বোধন। ১১ নভেম্বরের পরিবর্তে ১৩ নভেম্বর মেলোর উদ্বোধন হবে। একথা জানালেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান ভূষণ সিং। তিনি বলেন, ‘১৩ নভেম্বর মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।’ যদিও মদনমোহন বাড়ির রাস উৎসব শুরু হবে রাসপূর্ণিমা অর্থাৎ ১১ নভেম্বরেই। সেদিন রাজ আমলের রীতি মেনে রাসচক্র ঘুরিয়ে উৎসবের সূচনা করবেন জেলাশাসক পবন কাদিয়ান। সোমবার কোচবিহারের রাসমেলা মাঠে মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে যান তৃনমূলের জেলা নেতৃত্বরা। উপস্থিত ছিলেন মন্ত্রী তথা দলের জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মন, কার্যনির্বাহী সভাপতি পার্থপ্রতিম রায় সহ অন্যান্যরা। এদিকে মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে তৎপরতা শুরু করেছে জেলা প্রশাসন। এদিন সার্কিট হাউসে পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা দফায় দফায় বৈঠক করেন বলে জানা গিয়েছে।