কোচবিহারঃ দিল্লির নিজামুদ্দিন ফেরত কোচবিহারের বাসিন্দার শরীরে মিলল না করোনা ভাইরাস। তাঁর সোয়াব পরীক্ষার পর করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। শনিবার একথা জানালেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান। দিল্লির নিজামুদ্দিন থেকে কোচবিহারে ফেরার পর জ্বরে আক্রান্ত হয়ে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন দিনহাটার ওই ব্যক্তি। সোয়াব পরীক্ষার পর তাঁর মধ্যে করোনার জীবাণু মেলেনি।
জানা গিয়েছে, কোচবিহার থেকে ৬ জনের একটি দল গত ৫ মার্চ দিল্লির নিজামুদ্দিনে রওনা দেন। ৭ থেকে ৯ মার্চ সেখানে থাকার পর ১০ মার্চ কোচবিহারের উদ্দেশ্যে ট্রেনে চেপে ফেরত আসেন তাঁরা। ১১ মার্চ নিউ কোচবিহার রেল স্টেশন হয়ে শুকটাবাড়ি, দিনহাটা, মাথাভাঙ্গায় নিজেদের বাড়িতে ফেরেন তাঁরা। এরইমধ্যে নিজামুদ্দিনে ধর্মীয় সমাবেশে অংশ নেওয়া বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়ায়। কোচবিহারেও এমন কয়েকজন রয়েছেন, এই খবর পেয়ে তৎপর হয় জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। ৬ জনকে চিহ্নিত করে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারমধ্যে ৫ জন সুস্থ থাকলে তাঁদের হোম কোয়ারান্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, দিনহাটার ওই ব্যক্তির জ্বর থাকায় তাঁকে ১ এপ্রিল রাতে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। এখনও সেখানেই রয়েছেন তিনি। তাঁর পরিবারের তিন সদস্যেরও জ্বর থাকায় তাঁদের সেখানে প্রাথমিক চিকিৎসার পর দিনহাটা মহকুমা হাসপাতালের কোয়ারান্টিন সেন্টারে রাখা হয়। ২ এপ্রিল ওই ব্যক্তির সোয়াব পরীক্ষার জন্য শিলিগুড়িতে পাঠিয়ে দেওয়া হয়। শনিবার তাঁর রিপোর্ট এসে পৌঁছায়। তাঁর শরীরে করোনার জীবাণু না মেলায় আপাতত স্বস্তি ফিরেছে কোচবিহারে।