চালসা: আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এবং দলকে দুর্নীতিমুক্ত করতে এবার মেটেলি ব্লকে কোর কমিটি গঠন করল তৃণমূল কংগ্রেস। শনিবার চালসায় এক সাংবাদিক বৈঠক করে ওই কোর কমিটির কথা ঘোষণা করেন তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি আশিস কুণ্ডু।মেটেলি ব্লকের কোর কমিটি সহ ব্লকের পাঁচটি অঞ্চলের একজন করে কনভেনারও মনোনীত করা হয়েছে।
ব্লক কোর কমিটির চেয়ারম্যান হিসেবে ব্লক সভাপতি আশিস কুণ্ডু, কনভেনার বেলা কুজুর, জয়েন্ট কনভেনার বিজয় বাগবার, চিফ অ্যাডভাইজার রাজেশ লাকরা, অ্যাডভাইজার মনোজ মণ্ডল, সপ্না ওরাওঁ এবং কোষাধ্যক্ষ হিসেবে অর্জুন মিজারকে মনোনীত করা হয়েছে।
ব্লক কোর কমিটির এক্সিকিউটিভ সদস্য হিসেবে জেলা পরিষদের সদস্যা সীমা সরকার, আশ্রিতা লাকরা মুন্ডা, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি বিক্রম রুনডা ও শ্রমিক নেতা কল্যাণ চক্রবর্তীকে রাখা হয়েছে। মাটিয়ালি বাতাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কনভেনার নিখিল রায়, মাটিয়ালি বাতাবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কনভেনার বাপন রায়, বিধাননগর অঞ্চলের রাজ সবর, মেটেলি হাট অঞ্চলের অনিরাজ শুনার ও ইনডং মাটিয়ালি অঞ্চলের কনভেনার হিসেবে সরোজ বরাইককে মনোনীত করা হয়েছে।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial