উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই বাবুঘাটে গঙ্গাসাগরের পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আরটিপিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে প্রত্যেক পুর্ন্যার্থীদের। শনিবার যতজন টেস্ট করিয়েছেন তাঁদের মধ্যে ৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের সেফ হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মেলায় মাস্ক পরার ওপর কড়া নজর রাখছেন প্রশাসনিক কর্তারা। থার্মাল স্ক্রিনিংয়ের ওপরও জোর দেওয়া হচ্ছে।
অন্যদিকে, মেলা শুরুর আগে করোনা পরিস্থিতি সামাল দিতে বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। এদিন দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের অডিটোরিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial