ডিজিটাল ডেস্ক: করোনা(corona) আবার ছড়িয়ে পড়ছে বিশ্বের একাধিক দেশে। ইতিমধ্যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে চীন এবং দক্ষিণ কোরিয়াতে। হংকংয়ে(Hong Kong) দুরন্ত গতিতে বেড়ে চলেছে করোনা। এর আগে হংকংয়ে এতটা তীব্রতা দেখা যায়নি। কিন্তু এবার দেখা যাচ্ছে, মোট জনসংখ্যার ৯৭% ই করোনাক্রান্ত হয়েছেন। কার্যত হংকংয়ের করোনা পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, যেখানে হাসপাতালে আসন সংখ্যা সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে। শোনা যাচ্ছে, মর্গেও আর জায়গা নেই। তবে চীন(China) শুধু না, জার্মান কিংবা মার্কিন মুলুকেও ওমিক্রণ ব্যাপকভাবে ফিরে এসেছে। ইজরায়েলে ইতিমধ্যে করোনার একটি নতুন প্রজাতি ধরা দিয়েছে। সব মিলিয়ে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা প্রবলতর হচ্ছে বিশ্বজুড়ে।
আরও পড়ুন: ইউক্রেনে হামলার জের, বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ খেলতে পারবে না রাশিয়া