দেবাশিস দত্ত, পারডুবি: করোনা সচেতনতায় পারডুবি গ্রাম পঞ্চায়েতের তরফে এলাকার রাস্তায় আলপনা এঁকে প্রচার চালানো হল। শনিবার পারডুবি কালচারাল অ্যান্ড স্পোর্টিং ক্লাবের তরফেও রাস্তায় আলপনা আঁকা হয়। ক্লাবের সম্পাদক অক্ষয়কুমার বর্মন জানান, এদিন রাস্তায় আলপনা এঁকে সচেতনতামূলক প্রচারাভিযান চালানো হয়। আগামীদিনে খুব শীঘ্রই ক্লাবের তরফে আরও নানা কর্মসূচি নেওয়া হবে।
অন্যদিকে, মাথাভাঙ্গা ২ ব্লক প্রশাসনের উদ্যোগে এদিন পারডুবি গ্রাম পঞ্চায়েতের পতঙ্গবাহিত রোগ প্রতিরোধকারী দলের কর্মীদের তরফে পারডুবি, এগারোমাইল, বরাইবাড়ি সহ বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হল।
পতঙ্গবাহিত রোগ প্রতিরোধকারী দলের তরফে জানা গিয়েছে, এদিন তারা পারডুবি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন হাট বাজার, ব্যাংকের গ্রাহক পরিষেবাকেন্দ্র, উপ-স্বাস্থ্যকেন্দ্র, র্যাশন দোকান, টহলরত পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন জায়গায় জীবাণুনাশক স্প্রে করা হয়। করোনা মোকাবিলায় আগামী কয়েকদিন পারডুবি গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত বাজার এবং যে সকল স্থানে মানুষের যাতায়াত বেশি সেই এলাকাগুলোতে দফায় দফায় জীবাণুনাশক স্প্রে করা হবে বলে জানিয়েছেন গ্রামীণ সম্পদকর্মী তথা পারডুবি গ্রাম পঞ্চায়েতের পতঙ্গবাহিত রোগ প্রতিরোধকারী দলের সুপারভাইজার মিঠুন সরকার।