কৌশিক শীল, বানারহাট: বানারহাট এলাকাকে জীবাণুমুক্ত করতে এবার উদ্যোগী হলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। বৃহস্পতিবার সকাল থেকে বানারহাট সাংগঠনিক ব্লক তৃণমূলের অন্যতম আহ্বায়ক নয়ন দত্তের নেতৃত্বে হাসপাতাল পাড়া, থানা রোড, শান্তি পাড়া, চামুর্চি মোড়, ইউবিআই রোড সহ বিভিন্ন এলাকায় ঘুরে তৃণমূল কর্মী-সমর্থকরা জীবাণুনাশক স্প্রে করেন। এছাড়াও সঙ্গে ছিলেন পঞ্চায়েত সদস্যা শ্বেতা কুমারী মাহাতো। নয়নবাবু বলেন, ‘বুধবার হঠাৎ কলোনি থেকে আমরা এই কর্মসূচি শুরু করি। আগামী কয়েকদিন ধরে এলাকাকে জীবাণুমুক্ত করার প্রয়াস চালানো হবে। পাশাপাশি সাধারণ মানুষকে লকডাউন মেনে চলারও আবেদন জানানো হচ্ছে।’
ফুলবাড়ি দিয়ে যাতায়াতে ভিসা অমিল, সমস্যায় বাংলাদেশিরা
শুভঙ্কর চক্রবর্তী, শিলিগুড়ি : করোনা অতিমারির পর থেকে ফুলবাড়ি (Fulbari) ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতের জন্য নতুন করে ভিসা দেওয়া হচ্ছে...
Read more