রায়গঞ্জ: করোনা মহামারী এবং এর জেরে দেশজুড়ে চলা লকডাউন নিয়ে মানুষকে সতর্ক করতে পথে নামলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিশু ও নারী কল্যান দপ্তরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের বাসিন্দাদের করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতন করতে পথে নামেন তিনি। ‘করোনা মহামারীকে রুখতে হলে আমাদের সবাইকে বাড়িতেই থাকতে হবে’ এই বার্তাই দিলেন তিনি। দলীয় কর্মী ও নেতৃত্বদের সঙ্গে নিয়ে জনসাধারনের মধ্যে মাস্ক বিলি করার পাশাপাশি সাধারন মানুষকে লকডাউন পিরিয়ড সফল করতে ঘরে থাকার আবেদন জানান কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। সামাজিক দূরত্ব বজায় রেখে সাধারন মানুষের মধ্যে মাস্ক বিলি করেন।
রায়গঞ্জ শহর ও শহরতলি এলাকার অধিকাংশ ওষুধের দোকানে মিলছে না মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও গ্লাভস। সাধারন মানুষ তাই মন্ত্রীর হাত দিয়ে মাস্ক পাওয়ায় খুবই খুশি। এদিন সাধারন মানুষকে লক ডাউন পিরিয়ড সফল করতে এবং অযথা বাড়ি থেকে বের না হওয়ার জন্য বিজেপির পক্ষ থেকেও মাইকিং করা হয়। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, ‘জেলা প্রশাসনের নজরে রাখা উচিত যেসব মানুষ বিনা কারনে রাস্তায় বেড়িয়েছে তাদের সচেতন করা এবং তারা যাতে ঘর থেকে বের না হয় সেদিকে খেয়াল রাখা।’