কুমারগ্রাম: করোনা মহামারী দমনে বেশকিছু নিরবিচ্ছিন্ন পদক্ষেপ করল কুমারগ্রাম ব্লকের সংকোশ চা বাগান কর্তৃপক্ষ। বাগান এলাকায় এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাসিন্দাদের পরিস্কার পরিচ্ছন্ন থাকার বার্তা দেওয়া হয়। পাশাপাশি কর্তৃপক্ষের উদ্যোগে শ্রমিক মহল্লার নিকাশি নালা, রাস্তাঘাট সাফাই করা হয়। শুধু তাই নয়, সরকারিভাবে অনুমোদিত কেমিকেল স্প্রে ব্যবহার করে ক্ষতিকারক ভাইরাস এবং জীবানু নির্জীব রাখার চেষ্টা চালানো হচ্ছে। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য চা শ্রমিক এবং বাসিন্দাদের নানাভাবে সচেতনও করা হচ্ছে। নিরাপদ দূরত্ব বজায় রেখেই শ্রমিকদের র্যাশন দেওয়া হচ্ছে। হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী এবং তাঁদের আত্মীয় পরিজনেরাও যাতে নিরাপদ দূরত্ব বজায় রাখেন সেজন্য চালানো হচ্ছে কড়া নজরদারি।
সংকোশ চা বাগানের শ্রমকল্যাণ আধিকারিক পলাশকান্তি করণ জানান, রবিবার সাপ্তাহিক মজুরি প্রদানের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়। একমিটার দূরত্ব বজায় রেখে সুরক্ষা বলয় তৈরি করা হয়। সেখানে দাঁড়িয়ে সাপ্তাহিক খরচখরচার টাকা নেন চা বাগানের শ্রমিকরা। তিনি জানান, বাগানের শ্রমিকদের বারবার সাবান দিয়ে হাত পা ধুতে বলা হয়েছে। বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা না করা, নাকে মুখে চোখে হাত না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ডেটল মিশ্রিত গরম জলে জামা কাপড় ধোঁয়া, সর্দিকাশি, জ্বর উপসর্গ দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করতেও বলা হচ্ছে।